Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : টবে চারা রোপন পদ্ধতি
বিস্তারিত :বাজার থেকে ৫ টা কাগুজে লেবুর চারা কিনেছি,এখন টবে কিভাবে সারমাটি দিয়ে চারা রোপন করবো??ছাদের উপর টবে রোপন করতে চাই

উত্তর/মতামত

ছাদে লেবু গাছ লাগানোর জন্য একটু বড় আকারের টব ব্যবহার করতে হবে, এজন্য হাফ ড্রাম হলে সবচেয়ে ভাল হয়। তবে টব বা হাফ ড্রাম উভয় ক্ষেত্রে নিচের দিকে পর্যাপ্ত ছিদ্র করে নিন। এত করে পানি ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারবে। অত:পর টবের আকার অনুসারে অর্ধেক বেলে দোআঁশ মাটি ও অর্ধেক পঁচা গোবর সার ভালভাবে মিশিয়ে নিন। এর সাথে ৫০-১০০ গ্রাম টিএসপি ও ৫০-১০০ গ্রাম এমওপি সার ভালভাবে মিশিয়ে হালকা করে পানি দিয়ে ২-১ দিন রেখে দিন। অত:পর কাগজী লেবুর চারা/কলমটি টবের ঠিক মাঝখানে রোপন করুন এবং চারার গোড়ার মাটি ভালভাবে চেপে দিন, লক্ষ রাখতে হবে চারার মাটির বলটি যেন বেশী গভীরে না যায় আবার টবের মাটির উপরেও না ভাসে। অত:পর টবের মাটিতে একটি খুট দিয়ে চারা/কলমটি খুটির সাথে বেধে দিন যাতে চারা/কলমটি হালকা বাতাসে দোলতে পারে। রোপনের পর থেকে কিছু দিন পর্যন্ত পরিমিত পরিমাণ পানি দিতে হবে এবং সবশেষে টবটি সূর্যের আলো পায় এমন স্থানে রাখতে হবে।

মুহাম্মদ জিল্লুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর