Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Rambutan
বিস্তারিত :Sir ami Thakurgaon theke bolchi..ai onchol ki rambutan chas er jonne opojogi..? R purus o stri gas chenar opay ki..?shit kale rambutan gas er pata more jay er protirodh bebostha ki..?

উত্তর/মতামত

সমগ্র বাংলাদেশেই রাম্বুতান চাষ করা যায়। তবে যে সকল এলাকায় একটু গরম বেশি এবং পাশাপাশি বৃষ্টিপাতের পরিমানও একটু বেশি হয়, সে সকল এলাকা রাম্বুতান চাষের জন্য বেশি উপযোগী।

কেবলমাত্র গাছে ফুল আসলেই বুঝা যাবে যে, গাছটি পুরুষ নাকি স্ত্রী গাছ।
শীতকালে তীব্র শীতের কারনে গাছের পাতা পুড়ে যায়। এক্ষেত্রে আপনি শীতকালে রাম্বুতানের চারা/গাছের চারিদিকে পলিথিন দিয়ে মুড়ে দিয়ে চারা/গাছকে কৃত্রিমভাবে গরম রেখে দেখতে পারেন। এছাড়া পটাশের অভাবেও গাছের পাতা পুড়ে যেতে পারে। এক্ষেত্রে তাৎক্ষণিত ফলাফলের জন্য আপনি ৫ গ্রাম পটাশ সার ১০ লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করেও দেখতে পারেন। আশা করছি এই দুটি উপায় অবলম্বনের মাধ্যমে আপনি ভাল ফল পাবেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২