Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সেক্স ফেরোমেন টেব ও কেচো কম্পস্ট
বিস্তারিত :সেক্স ফেরোমেন টেব কোথায় কিনতে পাওয়া যায় দাম কেমন হবে।কেচো কম্পস্টের জন্য সরকারি ভাবে কি কেচো পাওয়া যায়।

উত্তর/মতামত

সেক্স ফেরোমন ফাঁদ এবং লিউর বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান যেমন, ইষ্পাহানি এগ্রো লিমিটেড, রুসেল আইপিএম বাংলাদেশ ডিলারদের মাধ্যমে যে সকল দোকানে সার, বীজ, কীটনাশক বিক্রি করা হয় সে সকল দোকানে ফেরোমন ট্রাপ এবং লিউর ও বিক্রি করে থাকে। আরো বিস্তারিত জানার জন্য ইস্পাহানি এগ্রো লিমিটেড এবং রুসেল আইপিএম এর মোবাইল নম্বর যথাক্রমে: ০১৯৩৭-৯০০০৭৯ এবং ০১৭২৩-৬৬৪৬০৯ এ যোগাযোগ করা যেতে পারে।