Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উন্নত জাতের সুপারি বারী-২ এর চারা প্রাপ্তি সম্পর্কে
বিস্তারিত :উন্নত জাতের সুপারি বারী-২ এর চারা কোথায় পাওয়া যাবে? অনুগ্রহ করে জানাবেন। আমার ৫০০ সুপারির চারা দরকার।

উত্তর/মতামত

সুপারি চারা প্রাপ্তি সুপারি একটি অর্থকরী ফসল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সুপারি বিষয়ে গবেষণা কার্যক্রম সম্প্রতি শুরু করা হয়েছে এবং ফলাফল আসতে বেশ কিছুটা সময় লাগবে, তাই ভিন্ন উৎস থেকে চারা সংগ্রহ করতে হবে। বাগেরহাট জেলার তৈয়বুর রহমানের সুপারিটি একটি উচ্চ ফলদায়ক স্হানীয় জাত। এই স্হানীয় জাতের সুপারির ফলন তুলনামুলক বেশি, তবে পরিমাণে বেশি হয় বলে সুপারির আকার কিছুটা ছোট হয়। বাণিজ্যিকভাবে এই স্হানীয় জাতের সুপারি চাষ করা গেলে লাভবান হওয়া যেতে পারে । সেক্ষেত্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামের মো. তৈয়বুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন, তার একটি সুপারি গাছের একটি ঝোপায় (থলি) ৫১১টি সুপারি হয়েছে বলে জানা গেছে। অঞ্চলভিত্তিক সুপারির গণনার পদ্ধতির ভিন্নতা রয়েছে। বাগেরহাটে প্রতি ১২টি সুপারিতে ১ গা (ডজন) আর ২২ গা এ এক কুড়ি সুপারি হয়। খুচরা হিসাবে প্রতি গা পাকা সুপারি ২৫-৩৫ টাকায় বিক্রি হয়। তবে কুড়ি হিসাবে বিক্রি করলে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে ওঠানামা করে। তৈয়বুর রহমানের কাছ থেকে সুপারি সংগ্রহ করে চারা বানিয়েছেন, আপনিও তার থেকে পাকা সুপারি সংগ্রহ করে চারা বানাতে পারেন । ৫/৬ বছরের মধ্যে এই গাছ থেকে সুপারি পাওয়া যাবে। ড. মোহাঃ মাসুদুল হক, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বি এআরআই জয়দেবপুর, গাজীপুর-১৭০১ ফোন-০১৭১১১১১৪৭৪