Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : করলা গাছ
বিস্তারিত :ফল ফুল পোকায় কেটে দেয় গাছ বাকা হইয়া যায়

উত্তর/মতামত

করলা গাছের ফুল, ফল, পাতা কেটে দেওয়ার অর্থ হচ্ছে গাছে পোকার আক্রমন আছে। পোকার আক্রমন হতে রক্ষা পাবার জন্য গাছে একতারা নামক কীটনাশক ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং তা ৭-১০ দিন পর পর ২/৩ বার স্প্রে করতে হবে। এতে করে গাছে পোকার আক্রমন কমে যাবে এবং গাছ ভালো হবে।
ড. বাহাউদ্দিন আহমেদ
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
মোব-০১৫৫৬-৩৬৩৯০১