Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুর চাষাবাদ
বিস্তারিত :আসসালামুয়ালাইকু, আমি আমার জমিতে আলু রোপন করি।কিন্তু হঠাৎ ব্লক দেয়া পরিপূর্ণ না হতেই বৃষ্টিতে ভিজে যায়। এখন আমার প্রশ্ন হলো এটা আমার আলু ক্ষেতের কোন ক্ষতি করবে কি না।ক্ষতি করলে এটা থেকে আমি কিভাবে পরিত্রান পাবো।

উত্তর/মতামত

জমিতে বৃষ্টির পানি জমে গিয়ে থাকলে অবশ্যই জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং আলু গাছের যদি মাটি তুলে দিয়ে থাকেন তবে মাটি কিছুটা আলগা করে কিছুদিন শুকানো পর্যন্ত অপেক্ষা করে পুনরায় মাটি তুলে দিয়ে যথারীতি অন্যান্য পরিচর্যা করুন। এতে জমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
সাহানা পারভীন
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র