Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : তরমুজ চারা
বিস্তারিত :চারা২থেকে ৩ পাতা চারা ডলে পরে

উত্তর/মতামত

পাতার নীচে যদি জাব পোকা দেখা যায় তবে কনফিডর ০.৫ গ্রাম/পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করতে হবে। আর যদি চারার গোড়া পচে চারা মারা যায় তবে ডায়থেন -m ৪৫.৫ গ্রাম/লি পানিতে মিশিয়ে ৩ বার স্প্রে করতে হবে।
একেএম সেলিম রেজা মল্লিক
পিএসও
এইচআরসি, বারি, গাজীপুর।