Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Brown Plant Hopper
বিস্তারিত :১. বাদামী গাছ ফড়িং এর সাধারণ পরিচিত ও ইতিহাস। ২. জীবন চক্র। ক্ষতির প্রকৃতি সহ।

উত্তর/মতামত

কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসল, তৈলবীজ ফসল, ডাল জাতীয় ফসল, কন্দাল ফসল ও মসলা জাতীয় ফসলের পোকামাকড় এবং এদের দমন ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে থাকে। বাদামী গাছ ফড়িং ধানের প্রধান ক্ষতিকারক পোকা। কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পোকার উপর ব্যাপক গবেষণা করে থাকে। সুতরাং এ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ যোগাযোগ করা যেতে পারে।