Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চারা প্রাপ্তি সংক্রান্ত
বিস্তারিত :আমার বাড়ি রাজশাহী এর গোদাগাড়ী থানায়।আমি রাম্বুটান এর চারা বপন করতে চায়।এ ক্ষেত্রে উক্ত অঞ্চলের (বরেন্দ্র) মাটি কি উপযোগী এবং ভালোমানের চারা কিভাবে সংগ্রহ করব জানালে উপকৃত হব।

উত্তর/মতামত

সমগ্র বাংলাদেশেই রাম্বুটানের চাষ করা যায়। তবে আপনাদের বরেন্দ্র অঞ্চল একটুু শুষ্ক বিধায় রাম্বুটানের চারা রোপনের পর মাটিতে সারা বছর রস/পানি থাকতে হবে, এটি নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, শীতকালে আপনার বরেন্দ্র অঞ্চলে শীতের প্রকোপ একটুু বেশী থাকে। এ সময় প্রচুর শীতের কারণে রাম্বুটানের চারার যাতে ক্ষতি না হয় সেজন্য রাম্বুটানের চারার চারিদিকে পলিথিন দিয়ে ঘিরে দিলে শীতের প্রকোপ থেকে রাম্বুটানের চারাটি রক্ষা পাবে। এ দুটি বিষয় আপনাকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। ভাল রাম্বুটানের চারা আপনি ফল গবেষণা কেন্দ্র, বিনোদপুর, রাজশাহী হতে অথবা না পাওয়া গেলে ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর হতে সংগ্রহ করতে পারেন।
মোহাম্মদ রেজাউল করিম
বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর।