Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফুল ঝরা
বিস্তারিত :আমার নারিকেল গাছের শুধু ফুল আর ঝরে যায় কিন্তু কখনো ফল হয়না এই অবস্থায় কি করা যায় দয়া করে যদি উত্তর দিতেন তাহলে খুব উপকৃত হতাম ।

উত্তর/মতামত

আপনার নারিকেল গাছের বয়স কত, সময়মত সঠিক পরিচর্যা যেমন, সার পানি প্রয়োগ করেন কিনা, কোন রোগ বালাই এর সংক্রমন আছে কিনা এসব তথ্য জানান নাই।
নারিকেল গাছে প্রচুর সারের প্রয়োজন হয়। গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমানও বাড়াতে হয়। অন্যান্য সারের তুলনায় নারিকেল গাছে পটাশ জাতীয় সারের মাত্রা বেশী লাগে। এ সারের অভাবে ফল দেরীতে আসে, ফুল ঝরে যায় ও রোগের প্রকোপ বাড়ে। তাই বয়স অনুযায়ী নারিকেল গাছের পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bari.gov.bd কৃষি প্রযুক্তি হাতবই ২য় খন্ড, ফল ফসল, নারিকেল।