Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ডেইরি ফার্ম সম্পর্কে জানতে চাই।
বিস্তারিত :আমি যশোর জেলার মনিরামপুর থানার নেহালপুর গ্রামে থাকি। ছোটবেলা থেকেই মা বাবাকে হারিয়েছি। মামাবাড়িতে বেড়ে ওঠা। উচ্চ মাধ্যমিক পাশ করে বি আই ডব্লিউ টি এর আন্ডারে এক বছরের নৌ শিক্ষানবিশ কোর্স করে, ৭/৮ বছর জাহাজে চাকরি করি। কিন্তু বর্তমানে জাহাজে পানির উপর ভেসে বেড়াতে ভালো লাগছে না। ইচ্ছে করে নিজে কিছু করার। কিন্তু কোন কিছুই ভেবে পাচ্ছি না। আর তাই হতাশায় ভুগতে ভুগতে দিন চলে যাচ্ছে। এখন হঠাৎ মাথায় এলো একটা ডেইরি ফার্ম করার। কিন্তু মা বাবাকে হারানো এবং মামাবাড়িতে থাকার সুবাদে আমার নিজের কোন জায়গা জমি নাই। আর সেজন্য ফার্ম করতে চেয়েও, করতে পারছি না। এমত অবস্থায় আমি একটু সুপরামর্শ চাচ্ছি যে, কিভাবে নিজের এলাকায় একটি ভালো উন্নত মানের ডেইরি ফার্ম করে নিজের জীবিকা অর্জন করবো এবং ভবিষ্যতে ভালোভাবে জীবন যাপন করতে পারব?

উত্তর/মতামত

ডেইরি ফার্ম সম্পর্কে তথ্যের জন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.blri.gov.bd