Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Koto tukre mater shata 1kg bayodarma solid mix kora poked a tith bagun utanu jaba
বিস্তারিত :1kg bayodarma solid koto tukre marer shata misanu jaba. Amra shadaronoto 3 tukre mater shata 1tukre gubor mix kore. Koyak din aga Ispahani Companir ak program a ora bolcilo bayodarma solid jodi mater shata mixx kore tahola gubor sar dawa lagbana but koto tukre mater shata 1kg bayodarma solid mixx korbo pantir jonno ay kota bolban sir

উত্তর/মতামত

বায়োর্ডামা সলিড, ইস্পাহানি এগ্রো লিমিটেডের একটি প্রোডাক্ট যা সরকারি অনুমোদনের অপেক্ষায়। আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে বায়োর্ডামা সলিডের কোন তথ্য নেই। টেলিফোনের মাধ্যমে ইস্পাহানি এগ্রো লিমিটেডের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হয়েছে। বায়োর্ডামা সলিড পলিব্যাগে চারা উৎপাদনের জন্য পরিমানগত কোন নির্দেশনা নেই। তবে, বায়োর্ডামা সলিড সাধারনতঃ উদ্ভিদের মাটি বাহিত রোগ হওয়া থেকে রক্ষা করে। বায়োর্ডামা সলিডে ভার্মিকম্পোষ্ট,গোবর,মাসকলাই,ছাই ইত্যাদি পরিমানমত মিক্স করে তৈরি করা হয় বিধায় ইহা মাটির স্বাস্থ্যকে উন্নত করতে সহায়তা করে। কোম্পানির নির্দেশনা অনুযায়ী সাধারনত ৪ নার্সারিতে চারা উৎপাদনের জন্য প্রতি ৩ (তিন) বর্গমিটার জমিতে ২৫০ গ্রাম পরিমান বায়োর্ডামা ব্যবহার করা যাবে।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর।