Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সিতালাউ
বিস্তারিত :সিতা লাুএর চারা কিভাবে পাব?

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি সীতা লাউ-১ নামে সীতা লাউ এর একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। সীতা লাউ বিশেষ করে পাহাড়ী অঞ্চলে ভালো হয়। কৃষি গবেষণা কেন্দ্র, পাহাড়তলী (০৩১-৬৫৯০৬২), চট্রগ্রাম ও পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, রাইখালী (০১৮১৯৪৪৮২২১), রাঙ্গামাটি পার্বত্য জেলাতে সীতা লাউ এর চারা পাওয়া যেতে পারে। উক্ত কেন্দ্র দুটির ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানার অনুরোধ করা হলো।