Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেঁপে
বিস্তারিত :Sir, পেঁপে চারার বয়স ৪৫ দিন, চারার নিচের পাতা কিছুটা হলুদ হয়ে ঝরে যায় এবং চারা গুলো পর্যাপ্ত মোটা হচ্ছে না। পরামর্শ চাই

উত্তর/মতামত

পেঁপের চারা জমিতে রোপনের পর, প্রতিমাসে গাছপ্রতি ৫০ গ্রাম ইউরিয়া এবং ৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে এবং গাছে ফুল আসলে প্রতিমাসে দ্বিগুন পরিমানে অর্থাৎ ১০০ গ্রাম ইউরিয়া এবং ১০০ গ্রাম এমওপি সার গাছপ্রতি প্রয়োগ করতে হবে। অতএব, আপনি বর্তমানে গাছপ্রতি ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করে একটু হালকা সেচ দিন তাহলে ভাল ফল পেতে পারেন।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর