Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : শসা
বিস্তারিত :স্যার আমি শসা নিয়ে অনেক চিন্তিত আমাকে একটি ভালো উত্তর দিবেন যে আমি আর চিন্তিত না হই?আমাকে চারের পরিমাণ টা বলে দিবেন কতটুকু জমিতে কত গুলো চার ব্যবহার করব. আমাদের এখানে কানি বলে যেমন ২০ঘন্টা ১কানি বলে .এখন আমি আপনার সু পরামর্শ চাই?

উত্তর/মতামত

শশার চারা লাগানোর জন্য প্রথমত দেড় হাত চওড়া করে বেড তৈরী করবেন এবং প্রতিটি বেডের মাঝে দুই হাত দূরে দূরে একটি করে চারা লাগাবেন। এক্ষেত্রে প্রতিটি বেডের মাঝে ১ হাতের চেয়ে কিছুটা কম পরিমাণ জায়গায় ড্রেন তৈরী করবেন। ড্রেনের মাটি ২ পার্শ্বের বেডে সমানভাবে দিয়ে বেডগুলি কিছুটা উঁচু করতে হবে যাতে পানি সেচ দিতে ও পানি সহজেই নিষ্কাশিত হতে পারে। এই ভাবে এক বিঘা জমিতে যতগুলি বেড হবে তার উপর নির্ভর করবে চারার সংখ্যা। উপরোক্ত নিয়মে শশার চারা লাগানো হলে ফলন বহুগুনে বৃদ্ধি পাবে। ড. বাহাউদ্দিন আহমেদ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচআরসি, বারি, গাজীপুর।