Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পোকা দমন
বিস্তারিত :লেবু ও পেয়ারা গাছের পাতা ও ডালে সাদা সাদা অনেক পোকা নিম পাতা দিয়ে কিট নাশক স্পেয়ে দিলে দমন হয় না

উত্তর/মতামত

মিলিবাগ নামক পোকার আক্রমনে এমন হয়। আক্রান্ত পাতা ও ডগা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। আক্রমনের মাত্রা বেশী হলে ব্রাশ দ্বারা সাদা বস্তু সরিয়ে রগর/টাপগর প্রতি লি. পানিতে ২ মি.লি. হারে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে। গুড়া সাবান (হুইল/জেট পাউডার) পানিতে (৫ গ্রাম/লি.) মিশিয়ে স্প্রে করেও ও পোকা দমন করা যায়।
ড. বাবুল চন্দ্র সরকার
সিএসও, ফল বিভাগ
এইচআরসি, বারি,