Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পিয়ারার যত্ন ও রোগবালাই না হওয়ার পদ্ধতি।
বিস্তারিত :পিয়ারার কিভাবে যত্ন নিতে হবে? পিয়ারাতে যেন রোগবালাই না হয় আগাম পদ্ধতি। কিভাবে কাজ কাজ করলে রোগবালাই কম হবে..??

উত্তর/মতামত

সঠিক পদ্ধতিতে চারা কলম রোপন, আগাছা দমন, সার -সেচ প্রয়োগ করতে হবে। অঙ্গ ছাটাই, ফর ছাটাই করতে হবে। পেয়ারা চাষ পদ্ধতি ও রোগবালাই দমন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bari.gov.bd- E-book-কৃষি প্রযু্ক্তি হাতবই-ফল-ফসল এবং পেয়ারা
ড. বাবুল চন্দ্র সরকার
সিএসও, ফল বিভাগ,এইচআরসি,
বারি, গাজীপুর