Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Bioflock
বিস্তারিত :আমাদের দেশে বর্তমানে বায়োফ্লক নিয়ে কোন গবেষণা হচ্ছে কিনা?/বর্তমানে এই বিষয়ে কোন ট্রেনিং হচ্ছে কিনা?

উত্তর/মতামত

• Biofloc হলো মৎস্য গবেষণায় ব্যবহৃত একটি কৌশল যার মাধ্যমে পানিতে বিদ্যমান মাছের জন্য ক্ষতিকর উপাদান যেমন- নাইট্রেট, নাইট্রাইট, আ্যমোনিয়াকে প্রয়োজনীয় উপাদানে পরিণত করে। •
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মৎস্য বিষয়ক বা Biofloc নিয়ে কোন ধরণের গবেষনা বা ট্রেনিং প্রদান করে না। •
এই বিষয়ে বিস্তারিত জানার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউ, ময়মনসিংহ যোগাযোগ করা যেতে পারে।
ড. মো: আব্দুল্লাহ ইউসুফ আখন্দ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা( চ. দা.)