Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ক্যাপসিকাম চাষ
বিস্তারিত :ক্যাপসিকাম চাষে মালচিং পেপার ব্যবহারে সার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর/মতামত

ক্যাপসিকাম চাষে মালচিং পেপার ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে প্রতিরোধক মালচ পেপার ব্যবহার উত্তম। মালচ পেপার ব্যবহার করার পূর্বে বিঘা প্রতি পর্যাপ্ত গোবর টিএসপি সার ৩০ কেজি এসওপি সার ১০ কেজি জিপসাম ১২ কেজি, বোরণ সার ১/২ কেজি পিঠ/গর্তে প্রয়োগ করে ৭ দিন পর মালচ পেপার এর ছিদ্র বরাবর চারা রোপন করুন। পরবর্তীতে চারা রোপনের ২০, ৪০, ৬০ দিন পর ইউরিয়া ১০ কেজি ও এমওপি সার ৫কেজি করে ব্যবহার করুন। এক্ষেত্রে মালচ পেপারটি একদিক দিয়ে উঠিয়ে সার গাছের গোড়ার চারদিক দিয়ে প্রয়োগ করে সেচ প্রদান করুন।
ড. এ কে এম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
সবজি বিভাগ
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর