Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফুল গাছে পিঁপড়ার আক্রমন
বিস্তারিত :চন্দ্রমল্লিকা ফুলের গাছে পিঁপড়া আক্রমন করেছে।কোন সমাধান খুজে পাচ্ছি না।

উত্তর/মতামত

চন্দ্রমল্লিকা ফুলের গাছে পিঁপড়া দমনের জন্য সেভিন পাউডার 2g/l পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি আক্রমন বেশি হয় সেক্ষেত্রে 4-5g/l পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। সমস্যা পুরোপুরি দুর না হলে ৭ দিন পর আবার প্রয়োগ করতে হবে।
ড. কবিতা আনজু মান আরা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফুল বিভাগ, এইচআরসি, বারি