Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাটির উর্বরতা
বিস্তারিত :আমি একটি জমিতে পুকুর কেটে ভরাট করেছি ঐ জমিতে সবজি চাষ করতে চাই জর্মির উর্বরতা বৃধ্ধিতে কি করব?

উত্তর/মতামত

প্রথমেই জমি থেকে বিভিন্ন দূরত্বে তিন জায়গা থেকে মাটি সংগ্রহ করার পর একত্রিত করে ভালভাবে মিশিয়ে নিকটস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগারে মাটির স্বাস্থ্য পরীক্ষা করুন। অথবা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটটিউট, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণাগারে মাটি পরীক্ষা করে মাটিতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ জেনে নিন। যেহেতু ভূ-গর্ভস্থ মাটি দিয়ে জমি ভরাট করা তাই মাটির পরীক্ষা অতি জরুরী। তবে সামায়িকভাবে গোবর/কেঁচো সার/মুরগীর বিষ্ঠা অথবা যে কোন জৈবসার মিশিয়ে জমির উর্বরতা বাড়ানো যেতে পারে; তবে অবশ্যই ফসল ভেদে প্রয়োজনীয় পুষ্টি উপাদান জমিতে থাকা জরুরী। জমির পুষ্টি উপাদানের পরিমান জানা সাপেক্ষে বাকী পুষ্টি উপাদান বিভিন্ন সার প্রয়োগের মাধ্যমে জমিতে প্রয়োগ করা জরুরী।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বারি, গাজীপুর