Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Trichoderma fungi collection
বিস্তারিত :কৃষি কাজে ব্যাবহারের উদ্দেশ্যে টাইকোড্রামা ছত্রাক চট্টগ্রামে কোথায় পাওয়া যায়। আমি মাইক্রোবায়োলজি ল্যাবে কাজ করার সুবাদে মিডিয়াতে টাইকোড্রামা ছত্রাক চাষ করতে ইচ্ছুক।

উত্তর/মতামত

প্রথমত ট্রাইকোডারমা ছত্রাক সরাসরি বাজার থেকে কিনতে পাওয়া যায় না। তবে বাজারে ট্রাইকোডার্মার ফরমুলেটেড প্রোডাক্ট পাওয়া যায় যেটা সরাসরি বিভিন্ন ফসলের ব্যবহার করা যায় যেমন ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকো লিচেট, এবং ট্রাইকো স্পোর। চট্টগ্রামে এগুলো কীটনাশকের দোকানে পেতে পারেন।
আর আপনি যদি ট্রাইকোডার্মা মিডিয়াতে জন্মাতে চান তবে আপনাকে তা মাটি থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ মাটি থেকে প্রথমে আপনাকে ট্রাইকোডার্মা আইসোলেট করতে হবে। সেটা থেকে পিওর কালচার তৈরি করে সেই পিওর কালচার থেকে পরবর্তিতে আপনি মিডিয়াতে মাল্টিপ্লিকেশন/বর্ধন করতে পারবেন। ধন্যবাদ।

ড. আশরাফ উদ্দিন আহমেদ

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ

বিএআরআই, গাজীপুর