Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পিয়াজের জমিতে হলুদ হয়ে বসে যাওয়া প্রসঙ্গে।
বিস্তারিত :আমার বাবা একজন কৃষক। তিনি ২৩ কাঠা জমিতে লাল তীর কিং পিয়াজ লাগায়ছেন। পিয়াজের বয়স ৩৫/৩৬ দিন। পিয়াজের জমিতে জায়গা জায়গায় হলুদ হয়ে বসে যাচ্ছে। পরামর্শ চাই।

উত্তর/মতামত


ছত্রাকনাশক: ক্যাপ্রিওটপ/কুপ্রাভিট/সিকিউর/কুমুলাস/নার্টিবো
+
পোকানাশক: টাপগর/এডমায়ার
+
জিংক সালফেট: ২.৫ গ্রাম/লি. স্প্রে আকারে প্রয়োগ করতে হবে।
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর