Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কুল/বোরই
বিস্তারিত :আমি দেশি কুল এর চারা তৌরি কোরতে চাই।দেশি কুল/বোরই থেকে বিয সংগ্রাহ কোরেছি।রোদ দিয়ে শুকিয়ে রেখেছি।এখন আমি কিভাবে বিয তলা তৌরি কোরলে ভালো মানের চারা তৌরি কোরতে পারবো? ভালো মানের চরা তৌরি কোরতে কোনও বিকল্প উপায় থাকলে যানাবেন।

উত্তর/মতামত

First you need to broken the seed and collect embryo from seed. Then embryo put into poly bag or seed bed. Need couple of weeks for germination. Seed bed preparation one meter width and length according to land size. Use well rotten crowding in the seed bed. After germination, insecticide use for control insect.

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর