Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Pepe gach
বিস্তারিত :Amar Pepe gache ki jano poka pata kheya fela...ar gach holud borno daron korcha...

উত্তর/মতামত

পেঁপের চারা লাগানোর পর হতে ফুল ও ফল আসা পরযন্ত অরথাত প্রথম তিন মাস সময় পরযন্ত আপিন প্রতি মাসে গাছ প্রতি ১-২ গ্রাম ফুরাডান/এসেন্ড এবং ৫০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করে হালকা পানি সেচ দিয়ে দেখতে পারেন। ফুরাডান/এসেন্ড প্রয়োগের ফলে আপনার পেঁপে গাছ পাতা খেকো পোকার হাত হতে রক্ষা পাবে আর ইউরিয়া সার প্রয়োগের ফলে গাছ হলুদ হয়ে যাওয়ার হাত হতে রক্ষা পাবে। তবে আপনাকে অনুরেআধ করছি যে, ভবিষ্যতে প্রশ্ন করার সময় অবশ্যই উল্লেখ করবেন যে নিচের দিকের না উপরের দিকর পাতা হলুদ হয়ে যাছ্চে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর