Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পরিপক্ক হওয়ার আগেই রসুনের গাছ পড়ে যাওয়া সমস্যা।
বিস্তারিত : পরিপক্ক হওয়ার আগেই রসুনের গাছ পড়ে যাওয়া সমস্যা।

উত্তর/মতামত

পরিপক্ক হওয়ার আগেই রসুনের গাছ পুড়ে যায়। এটা একটা রসুনের রোগ যার নাম স্টেমফাইলিয়াম ব্লাইট।
রোগের প্রতিকার :
১. সুস্থ ও নীরোগ কন্দ ব্যবহার করতে হবে।
২. রোগ সহনশীল প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে।
৩. আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে।
৪. সুষম সার প্রয়োগ করতে হবে।
৫. কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (যেমন-অটোস্টিন ৫০ ডব্লিউডিজি) অথবা কার্বোক্সিন + থিরাম গ্রুপের ছত্রাকনাশক (যেমন-প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে রসুনের কন্দ শোধন করে রোপন করতে হবে।
৬. জমিতে রোগ দেখা দেয়ার সাথে সাথে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক (যেমন-রোভরাল ৫০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা ডাইফেনোকোনাজল + এ্যাজোক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক (যেমন-এমিস্টার টপ ৩২৫ এসসি) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে ৭-১০ দিন পর পর ৩-৪ বার গাছে স্প্রে করতে হবে।

ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর