Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি-১ জাতের আদাবীজ সংগ্রহ
বিস্তারিত :আপনাদের কোন অথরাইজড ডিলার আছে কিনা যেখান থেকে আদা বীজ সংগ্রহ করতে পারব। ৫০ শতাংশ জমিতে আদা লাগাতে কতটুকু বীজ লাগবে? আর যশোর, খুলনা এলাকায় আদা চাষ করা যাবে কিনা, দয়া করে একটু জানাবেন

উত্তর/মতামত

আদা চাষের জন্য সুনিস্কাশিত উচুবেলে দো-আঁশ থেকে দো-আঁশ মাটি উপযোগী। বারি আদা-১ এর কোন ডিলার নেই। ৫০শতাংশের জন্য ৩০০ কেজি বীজ লাগবে। আপনি ড, মো আশিকুল ইসলাম মোবাইল; ০১৭১১১৯২৮৭ এ যোযোগ করতে পারেন। তিনি কৃষকের মাঠ থেকে ব্যবস্থা করতে পারেন।

ড. শৈলেন্দ্র নাথ মজুমদার
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর