Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গন্ধরাজ লেবু গাছের বাকল পঁচা রোগ।
বিস্তারিত :ফলন্ত গন্ধরাজ লেবু গাছের গোড়ার দিকের বাকল হঠাৎ করে পচেঁ গাছটি ঢলে পড়ে এবং মারা যায়।

উত্তর/মতামত

প্রতিকার: রোগটির নাম গামোসিস। আক্রান্ত অংশ ভালোভাবে চেছে ফেলে দিয়ে সেখানে বোর্দোপেস্ট (১০০ গ্রাম তুঁত, ১০০ গ্রাম চুন এবং ১ লিটার পানি) বা কপার জাতীয় ছত্রাকনাশক ঘন করে গুলিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর