Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Pyar gasa jab Pukar chikitsa samparke Jante chai
বিস্তারিত :Amar Pyar Ka sirf pata hai

উত্তর/মতামত

জাবপোকা দমনের জন্য প্রথমত আক্রান্ত পাতা, ডগা পোকাসহ সংগ্রহকরে পিষে মেরে ফেলতে হবে। আক্রান্ত গাছে উপকারী অনেক পোকা (যেমন লেডি বার্ড বিটল) থাকে এরা জাব পোকা খায় তাই উপকারী পোকাসমূহ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে শুধুমাত্র আক্রান্ত স্থানসমূহে প্রতি লিটার পানিতে ৩-৪ গ্রাম ডিটারজেন্ট পাওডার মিশিয়ে ৭ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে। আক্রমনের মাত্রা বেশি হলে প্রতি লিটার পানিতে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক ১মিলি. মিশিয়ে ৭ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে।

ড. এ কে এম জিয়াউর রহমান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
কীটতত্ত্ব বিভাগ
বিএআরআই, গাজীপুর