Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা
বিস্তারিত :মাল্টা এর গর্ত তৈরি করার সময় গর্ত প্রতি ৫০০ গ্রাম ডলোচুন দিতে বলা হয়েছে। আবার এটাও বলা হয়েছে মাল্টা চাষ করতে হলে ৫.৫-৬ পি এইচ ভালো। আমার জমি যদি অলরেডি ৫.৫ বা ৬ হয় তাহলেতো অবশ্যই চুন প্রয়োগ করব না, এখন আমার প্রশ্ন আমার মাটির পি এইচ ২ হলে কতটুকু অথবা ৩ হলে কতটু অথবা ৪ হলে কতটুকু চুন দিব গর্ত প্রতি

উত্তর/মতামত

বাংলাদেশের সকল প্রকার মাটির পিএইচ সীমা সাধারনত ৪.০ হতে ৮.৪ এর মধ্যে সীমাবদ্ধ। পিএইচ ৪.০ এর নীচে থাকার কোন তথ্য বা প্রমান নেই। আপনার মাটির পিএইচ যাই থাকুক না কেন উল্লিখিত পরিমান ডলোচুন প্রয়োগ করলে মাটির পিএইচ ৫.৫ হতে ৬.০ এর মধ্যে চলে আসবে। ধন্যবাদ।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর