Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলুবোখরা ( বারি ১)
বিস্তারিত : আমার গাছের পাতা হলুদ হয়ে সাদা হয়ে যায়। পাতা তে আলো পডলে পাতার অপর প্রান্ত থেকে মনে হয় সাদা পলিথিন। আমি পর্যায় ক্রমে PGR, পুরানো গোবর, Tsp, জিপসাম, NAA, ইউরিয়া দিয়েছি। পাতায় বোর্দমিকচার, চিলেটেড় জিংক ও বোরন দিয়েছি। গাছের গোড়ার মাটি কুপিয়ে ও দিয়েছি কিন্তু পাতা হলুদাভাব সাদা বর্নের ই রয়েছে

উত্তর/মতামত

গাছের পুরনো পাতা যদি হলুদ হয়ে যায় এবং নতুন পাতা খুব হালকা হলুদ হয়, তাহলে এটা নাইট্রোজেনের অভাব হতে পারে। এক্ষেত্রে ইউরিয়া বা অন্য কোনো নাইট্রোজেন-সমৃদ্ধ সার দিতে পারেন। তবে অবশ্যই পরিমিত পরিমাণে সার দেবেন। অতিরিক্ত সার দিলে গাছ মরেও যেতে পারে।সম্পূর্ণভাবে পরিচর্যা করার পরো গাছের পাতা হলুদ হতে পারে। তখন বুঝতে হবে গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে ফলে ক্লোরফিলের ঘাটতি দেখা যায়। যার ফলে গাছের পাতা হলুদাভ দেখা যায় ( পুরো ফ্যাকাসে হয়ে যায় )। তাই এই অবস্থায় গাছে ইপসম সল্ট ( যা বাজারে ম্যাগ সল্ট নামেও পরিচিত ) ব্যবহার করতে হবে। ইপসম সল্ট ৪০ থেকে ৫০ টাকা কেজি যা ১ লিটার পানিতে ১ থেকে ২ গ্রাম মিশিয়ে ১৫ থেকে ২০ দিন পর পর গাছের পাতায় স্প্রে করতে হবে।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
বিএআরআই, গাজীপুর