Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারমাসি আমের জাত
বিস্তারিত :বারমাসি আমের জাতের মধ্যে কোন জাতটি আমাদের দেশের আবহাওয়ার প্রেক্ষিতে ভাল জন্মায়

উত্তর/মতামত

বিএআরআই উদ্ভাবিত বারো মাসি আমের একটি জাত হল বারি আম-১১ এই জাতটি লাগাতে পারেন, এটি বছরে ৩ বার ফল দানকারী এবং সারা দেশে চাষ উপযোগী।

ড. বাবুল চন্দ্র সরকার
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ফল)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর