Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পরিচর্যা
বিস্তারিত :আমি কাঁটা বেগুনের চারা চাষ করেছি এই বেগুনে কেমন লাভবান হব ।আমি জানিনা কিন্তু আমাদের গ্রামের এক কৃষক দেখেছিলাম কাটা বেগুনের চাষ করতে ।তিনি অনেক টাকায় বেগুন বিক্রয় করেছিলেন ।তাই দেখে আমি সিদ্ধান্ত নিই ।আমি দশ কাটা জমিতে কাঁটা বেগুন চাষ করব । চারা লাগিয়েছে আজ পনের দিন কি কি সার দিতে হবে চারা লাগানো থেকে ওঠা পর্যন্ত এ বিষয়ে একটু জানাবেন ।

উত্তর/মতামত

কাঁটা বেগুন চাষ নরমাল বেগুনের মত চাষ করে পারেন।
বিঘা প্রতি প্রয়োগ করুনঃ ভালো কম্পোস্ট সারঃ ৫০০ কেজি ইউরিয়াঃ ৪০ কেজি টিএসপিঃ ৩৫ কেজি এমওপিঃ ৩০ কেজি জিপসামঃ ১২ কেজি বোরিক এসিডঃ ১ কেজি দস্তা সারঃ ১ কেজি ম্যাগনেসিয়াম অক্সাইডঃ ১ কেজি

ড. একেএম কামরুজ্জামান
প্র্ধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর