Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বাতাবি লেবু
বিস্তারিত :আমরা খুব মিষ্টি একটা বাতাবি লেবুর গাছ লাগিয়ে ছিলাম বিচি থেকে। গাছের বয়স এখন 8/9 বছর গত তিন-চার বছর থেকে ফল হচ্ছে। ফল খুবই মিষ্টি কিন্তু রসহীন, ফলের মধ্যে কোন রসালো ভাব থাকে না। দয়া করে বলবেন ফলের রসালো ভাব আনতে হলে কি করতে হবে।

উত্তর/মতামত

সঠিক সময়ে সঠিক পরিমান সার-পানি প্রয়োগ এবং ফল আহরন জরুরি। ফলের রসালো ভাব কম বেশি জাতের উপরও নির্ভর করে। বিএআরআই উদ্ভাবিত বারি বাতাবিলেবু -২ ও ৩ খুব রসালো জাত দুটি লাগাতে পারেন। এছাড়াও, সঠিক সময়ে ফল আহরন জরুরি রসালো ভাব বজায় রাখতে। ফলের উপরিভাগ খসখসে থেকে পরিবর্তন হয়ে তেলতেলে ভাব এবং ফল কিছুটা হলদে বর্ন ধারণ করলে আহরণ করতে হবে।