Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুনের পোকা
বিস্তারিত :পোকার নাম ক? প্রতিকার সম্পর্কে জানতে চা।

উত্তর/মতামত

বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা - ট্রেসার স্প্রে করা এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা। পাতার হপার পোকা/ সাদা মাছি পোকা -হলুদ ফাঁদ ব্যবহার করা এবং সাকসেস ২.৫ এস সি (স্পিনোস্যাড), পেগাসাস, কনফিডর (ইমিডাক্লোরোপ্রিড) ১ মিলি/ লিটার মিশিয়ে আক্রামত্ম পাতায় স্প্রে করা। লাল মাকড়/ মাইটঃ মাকড়নাশক ভার্টিমেক ১.৮ ইসি বা এমবুশ ১.৮ ইসি @ ২ মিলি/ লিটার মিশিয়ে পাতায় স্প্রে করা।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর