Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বীজ ও চারা সংগ্রহ বিষয়ে
বিস্তারিত :আমার বাড়ি বগুড়ায়, পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বাড়িতে আমাদের বাগান আছে। সেখানে বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ লাগাতে চাই। তাই BARI উদ্ভাবিত বিভিন্ন সবজীর বীজ ((যেমনঃ ফুলকপি, বাঁধাকপি, লেটুশ,স্কোয়াশ,কাপ্সিকাম,বাটি শাঁক,লাল শাঁক,পালংশাক, চিনা কপি,ব্রকলি, এবং ১২ মাসি= শশা, করল্লা, মিষ্টি কুমড়া, লাউ,ঝিঙ্গা, চাল কুমড়া, ঢেঁড়স, টমেটো, বেগুন, বরবটি,)) বিভিন্ন ফলের কলমের চারা ((যেমনঃ নাশপাতি, রাম্বুতান,বিলাতি গাব,সাতকড়া, এবং ১২ মাসি= আম, কাঁঠাল, পেয়ারা, কমলা, মিষ্টি লেবু, আমরা, জামরুল, সফেদা, কামরাঙ্গা, আমলকী, মাল্টা, )) কিনতে চাই। এজন্য আমাকে কি করতে হবে বা কোথায় যোগাযোগ করতে হবে। BARI তে সরাসরি গেলে কি সহজেই কিনতে পারব। আমাকে সহজ উপায়টা দয়া করে বলবেন।

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সবজি ও ফলের বীজ এবং চারার জন্য উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), জয়দেবপুর, গাজীপুর-১৭০১-এ এসে যোগাযোগ করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর