Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুনের রোগ প্রতিকার সম্পর্কিত
বিস্তারিত :আমার ৩০ শতাংশ জমিতে বগুড়ার স্থানীয় মেন্টার জাতের বেগুন চাষ করেছি জার বর্তমান বয়স ৪৫ দিন এখন আমার ক্ষেতে ২০/২৫ টি গাছ পুরুষ গাছের মত সেটা আমি তুলে ফেলেছি, কিন্ত এখন আবার নতুন করে দেখা যাচ্ছে কিছু গাছে এই রোগ, কেবল কিছুটা ফল দেখা যাচ্ছে গাছে কিন্ত এই রোগে ক্রমশ অনেক গাছ আক্রান্ত হচ্ছে এর প্রতিকার কি বলবেন স্যার।

উত্তর/মতামত

বেগুন এ ট পুরুষ গাছ হয় না। আপনার বর্ণনা পুরা বুঝা গেল না। রোগ দেখা দিলে স্প্রে করুন Nowien/ Autostin @ 1ml/liter আর বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য - ট্রেসার স্প্রে করুন এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করুন তুলশি পাতা রোগ দেখা দিলে- মাকড়নাশক ভার্টিমেক ১.৮ ইসি বা এমবুশ ১.৮ ইসি @ ২ মিলি/ লিটার স্প্রে করুন তার ৩ দিন পর পেগাসাস বা কনফিডর ১ মিলি/লি হারে স্প্রে করুন। এ ভাবে ৫-৬ বার স্প্রে করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর