Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউ বীজ সংগ্রহকরণ প্রসঙ্গে
বিস্তারিত :বাণিজিক্যকভাবে আমি লাউ চাষ করতে আগ্রহী। দুই বিঘা জমির জন্য কত পরিমাণ বীজ লাগবে? কীভাবে শীতকালীন লাউ এর বীজ সংগ্রহ করতে পারি এবং কোথা থেকে? অনুগ্রহ করে জানালে উপকৃত হবো।

উত্তর/মতামত

১৫০-১৭০ গ্রাম বীজ লাগবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিউট (গাজীপুর) অথবা যে কোন ভাল বীজ কোম্পানির বীজ। জেমনঃ লাল তীর। এ সি আই। সুপ্রিম...

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর