Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কুমড়া চাষ
বিস্তারিত :আসসালামু আলাইকু, স্যার, আমি কুমড়া চাষ করতে চাই। আপনাদের কৃষি প্রযুক্তি হাত বই অনুযায়ী কুমড়া জমিতে গোবর সার দিতে হবে। কিন্তু আমার কাছে গোবর সার সহজলভ্য না। তাই আমি চাই শুধু রাসায়নিক সার ব্যবহার করতে চাই। আমার কি পরিমান রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তা দয়া করে একটু জানাবেন।

উত্তর/মতামত

বিঘা প্রতি প্রয়োগ করুনঃ ভালো কম্পোস্ট সারঃ ৫০০ কেজি ইউরিয়াঃ ৪০ কেজি টিএসপিঃ ৩৫ কেজি এমওপিঃ ৩০ কেজি জিপসামঃ ১২ কেজি বোরিক এসিডঃ ১ কেজি দস্তা সারঃ ১ কেজি ম্যাগনেসিয়াম অক্সাইডঃ ১ কেজি

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর