Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চাল কুমরা ও মিষ্টি কুমড়ার জাত
বিস্তারিত :উচ্চ ফলনশীল চাল কুমড়া ও মিষ্টি কুমরার জাত সম্পর্কে জানতে চাই, চালকুমড়া ও মিষ্টি কুমরা কোন জাত নিয়ে চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে।

উত্তর/মতামত

বারি চাল্কুমরা-১ বারি মিষ্টি কুমড়া -২,৩ চাষ পদ্দতি- নিম্নলিখিত ভাবে আমাদের ওয়েবসাইট ব্যবহার করুন www.bari.gov.bd কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তি হাতবই কৃষি প্রযুক্তি হাতবই-অষ্টম সংস্করণ Follow page: 117-181

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর