Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কুমড়া চাষ
বিস্তারিত :স্যার আমার মিস্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রী ফুল আসছে। কিন্তু তা ফুল ফোটার আগেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আবার কিছু ফুল ফোটার পর ঝরে যাচ্ছে। গাছে বড় কুমড়ার সংখ্যা খুবই কম। কোনো গাছে একটি কিংবা দুইটি এবং বেশিরভাগ গাছেই কোন বড় কুমড়া নেই। আমি মেটাল সীড লিমিটেড এর লালিমা কুমড়া বীজ লাগিয়েছি আমি মাদা প্রতি ৬০ গ্রাম টিএসপি ৫০ গ্রাম পটাশ ২০ গ্রাম ইউরিয়া দিয়েছি এবং মাদায় বীজ রোপন করেছি। মাদা প্রতি ২ থেকে ৩ টি গাছ রেখেছি। আমি বীজ গজানোর ১ মাস পর থেকে মাদা প্রতি ৩০ গ্রাম করে ইউরিয়া সার প্রতি ২০ দিন অন্তর প্রয়োগ করেছি। এখন আমার সব কুমড়া ফুল ঝরে পরে যায়। আমি এমতাবস্থায় কি করব কিংবা পরবতর্তী বছরে কি পদক্ষেপ নিব যাতে এমনটা না হয়।

উত্তর/মতামত

গাছে গোবর সার প্রয়োগ করুন। বরন সার প্রয়োগ করুন । পচা রোগ দেখা দিলে অটোস্তিন স্প্রে করুন।

ড. একেএম কামরুজ্জামান
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(সবজি)
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র
বিএআরআই, গাজীপুর