Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গবাদি পশু পালন।
বিস্তারিত :আসসালামু আলাইকুম । জনাব, আমি ভদ্রঘাট ইউনিয়নের স্থায়ি বাসিন্দা । আমি সামপ্রতি অনার্স ৩ বর্ষে অধ্যায়ন রত একজন শিক্ষার্থী । আমি গবাদি পশু হিসেবে ছাগল পালন করতে আগ্রহি । সে হিসেবে প্রথমিক পর্যায়ে কি ভাবে, কয়টা ছাগল এবং কি জাতের ছাগল দিয়ে শুরু করতে পারি ? আর তা ছাড়া একটা ছাগলের পৃুষ্টিকর খাদ্য হিসেবে কি কি দিতে হবে ? আর বিশেষত ছাগলের কি কি ধরণের রোগ হয়ে থাকে এবং এ প্রতিকার কি কি ?

উত্তর/মতামত

ছাগল পালন সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা-এ যোগাযোগ করুন অথবা www.blri.gov.bd এই ঠিকানায় ভিজিট করুন।

এএসআইসিটি বিভাগ
বিএআরআই, গাজীপুর