Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছে পাতা কোকড়ানো
বিস্তারিত :আসসালামু আলাইকুম আমার বারি ৪ আম বাগানে কিছু কিছু গাছে গুটি গুটি প্রশাখা বের হয়েছে।এগুলো বৃদ্ধি পায় না এবং একেবারে গোটো হয়ে যাচ্ছে। কিছু গাছ পুরোটায় এসব দিয়ে ভরে গেছে।এটা কি রোগ এবং এর প্রতিকার জানতে চাই। ধন্যবাদ

উত্তর/মতামত

বিকৃতি ( Malformation ) : বিকৃতি সাধারণত ২ প্রকার। যথাঃ অঙ্গজ এবং মঞ্জুরী বিকৃতি। অঙ্গজ বিকৃতি ছোট চারাগাছে এবং মঞ্জুরী বিকৃতি দেখা যায় ফলন্ত পর্যায়ে। ছত্রাকজনিত (ফিউজেরিয়াম মনিলিফরমি) রোগের কারণে এ সমস্যা হয়। প্রতিকারঃ গাছের আক্রান্ত অংগ ছাঁটাই করতে হবে। বেনলেট ১ মি.লি. প্রতিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অক্টোবর মাসে ২০০ পিপিএম NAA স্প্রে করতে হবে। রোগমুক্ত গাছ থেকে চারা সংগ্রহ করতে হবে। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও ফল বিভাগ, এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯