Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : হিটশকে চিটা হয়ে গেছে জমির ধান
বিস্তারিত :গত ৪ এপ্রিল মৌসুমের প্রথম ঝড়ো বাতাসের সাথে গরম হাওয়ায় পাবনার চাটমোহর উপজেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে জমির ধান। এই গরম হাওয়াকে কৃষি কর্মকর্তারা বলছেন হিটশক। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। ধানের ফলন নিয়ে যখন আশায় বুক বেধেছিলেন কৃষক, ঠিক তখন হঠাৎ কয়েক মিনিটের গরম হাওয়া কেড়ে নিলো তাদের স্বপ্ন। বেশিরভাগ জমির ধান গরম হাওয়ায় চিটা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কি করবেন ভেবে পাচ্ছেন না তারা।এমতাবস্থায় আমাদের করণীয় কি??

উত্তর/মতামত

ধান সংক্রান্ত সকল তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-এ যোগাযোগ করুন অথবা www.brri.gov.bd এই ঠিকানায় ভিজিট করুন।

এএসআইসিটি বিভাগ
বিএআরআই, গাজীপুর