Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছের যত্ন।
বিস্তারিত :আম গাছে থাকা অবস্থায় আম ফেটে যাচ্ছে! আমার করনিয় কি? বিস্তারিত জানতে চাই।

উত্তর/মতামত

ফল ফেটে যাওয়া ( আম) ফলের বৃদ্ধিকালে দীর্ঘ শুষ্কতা বা পানির কমতি হলে ফলের ত্বক শক্ত হয়ে যায়। তারপর হঠাৎ অধিক বৃষ্টি বা পানি পেলে ফলের ভিতরের অংশ দ্রুত বৃদ্ধি পায়, এতে ভেতরের চাপ সহ্য করতে না পেরে খোসা ফেটে যায়। প্রতিকারঃ ফলের বৃদ্ধি পর্যায়ে নিয়মিত পানি সেচ দিতে হবে। মালচিং করতে হবে। বর্ষার শেষে গাছ প্রতি ৫০ গ্রাম হারে বরিক এসিড অথবা ১০০ গ্রাম হারে বোরাক্স সার প্রয়োগ করতে হবে। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও ফল বিভাগ, এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯