Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কদুর
বিস্তারিত :কদুর ধরার পর শুকিয়া যায়

উত্তর/মতামত

১। মাছি পোকার আক্রমণের কারণে হতে পারে। তাহলে ব্যাবহার করুন -  সেক্স ফেরোমন ও বিষটোপ ফাঁদের যৌথ ব্যবহার: সেক্স ফেরোমন ব্যবহার করে প্রচুর পরিমাণে মাছি পোকার পুরুষ পোকা আকৃষ্ট করা সম্ভব। পানি ফাঁদের মাধ্যমে উক্ত ফেরোমন ব্যবহার করে আকৃষ্ট মাছি পোকা সমুহকে মেরে ফেলা যায়। ফেরোমন ৫০-৬০ দিন পর্যন্ত কার্যকরী থাকে বলে ব্যবহারের ৬০ দিন পর প্রয়োজনানুসারে পুরাতন ফেরোমন পরিবর্তন করে নতুন ফেরোমন ব্যবহার করতে হবে।  বিষটোপ ফাঁদে পূর্ণবয়স্ক স্ত্রী ও পুরুষ মাছি পোকা আকৃষ্ট হয় এবং ফাঁদে পড়ে মারা যায়। একশত গ্রাম পাকা মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে তা থেতলিয়ে ০.২৫ গ্রাম মিপসিন ৭৫ পাউডার অথবা সেভিন ৮৫ পাউডার এবং ১০০ মিলিলিটার পানি মিশিয়ে ছোট একটি মাটির পাত্রে রেখে তিনটি খুঁটির সাহায্যে এমনভাবে স্থাপন করতে হবে যাতে বিষটোপের পাত্রটি মাটি থেকে ০.৫ মিটার উঁচুতে থাকে । বিষটোপ তৈরির পর ৩-৪ দিন পর্যন্ত ব্যবহার করে তা ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি বিষটোপ ব্যবহার করতে হয় । সেক্স ফেরোমন ও বিষটোপ ফাঁদ কুমড়া জাতীয় ফসলের জমিতে ক্রমনুসারে ১২ মি: দূরে দূরে স্থাপন করতে হবে। ২। বোরন সারের ওভাবে হতে পারে। তাহলে ব্যাবহার করুন - বোরন সার @ ১ কেজি / ১ বিঘা ৩। পরাগায়ন এর ওভাবে হতে পারে। তাহলে- বিকালে হাতে পরাগায়ন করতে হবে ।