Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লেবু
বিস্তারিত :লেবু ফলন কিভাবে আনা যায়

উত্তর/মতামত

লেবুর চারা লাগানোর পর ভাল ফলন পেতে হলে নিয়মিত ভাবে সময়মতো সার প্রয়োগ করতে হবে। নিম্নে বয়স অনুপাতে গাছপ্রতি সারের পরিমাণ দেওয়া হল। গাছের বয়স (বছর) সারের নাম ও পরিমাণ পঁচা গোবর (কেজি) ইউরিয়া (গ্রাম) টিএসপি এমওপি(গ্রাম) ১-২ ১৫ ২০০ ২০০ ২০০ ৩-৫ ২০ ৪০০ ৩০০ ৩০০ ৬ এবং তদুর্ধ ২৫ ৫০০ ৪০০ ৪০০ উল্লিখিত সার সমান তিন কিস্তিতে গাছের গোড়া হতে কিছু দূরে ছিটিয়ে কোদাল দ্বারা কুপিয়ে বা চাষ দিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। পাহাড়ের ঢালে ডিবলিং পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার প্রারম্ভে (বৈশাখ-জ্যৈষ্ঠ), দ্বিতীয় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে এবং তৃতীয় কিস্তি মাঘ-ফান্ডুন (ফেব্রুয়ারি) মাসে প্রয়োগ করতে হবে। আগাছা দমন ঃ গাছের পর্যাপ্ত বৃদ্ধি ও ফলনের জন্য সবসময় জমি পরিস্কার বা আগাছামুক্ত রাখতে হবে। বিশেষ করে গাছের গোড়া থেকে চারদিকে ১ মিটার পর্যন্ত জায়গা সবসময় আগাছামুক্ত রাখতে হবে। পানি ও সেচ নিষ্কাশন ঃ চারা রোপণের পর ঝরণা দ্বারা বেশ কিছু দিন পর্যন্ত সেচ দিতে হয়। সর্বোচ্চ ফলনের জন্য ফুল আসা ও ফলের বিকাশের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা আবশ্যক। এ জন্য খরা মৌসুমে লেবু বাগানে সেচ দেওয়া প্রয়োজন। বর্ষাকালে গাছের গোড়ায় যাতে পানি জমতে না পারে সেজন্য বৃষ্টি ও সেচের অতিরিক্ত পানি দ্রুত নিষ্ক‹াশনের সুবন্দোবস্ত করতে হবে। ডাল ছাঁটাইকরণ ঃ গাছের গোড়ার দিকে জল-শোষক শাখা বের হলেই কেটে ফেলতে হবে। এছাড়া গাছের ভিতরের দিকে যে সব ডালাপালা সুর্যালোক পায়না সেসব দুর্বল ও রোগাক্রান্ত শাখা প্রশাখা নিয়মিত ছাটাইকরে দিতে হবে। শীতকাল ছাঁটাই করার উপযুক্ত সময়। ছাঁটাই করার পর কর্তিত স্থানে বর্দো পেস্টের প্রলেপ দিতে হবে যাতে ছত্রাক আক্রমণ করতে না পারে। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও ফল বিভাগ, এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯