Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেল ঝরে পড়া রোধ
বিস্তারিত :বেল গাছে অনেক ফুল ফুটে, কিন্তু মার্বেল ডানা হবার পর ঝরে যায়।

উত্তর/মতামত

শুকনা মওসুমে গাছে সেচ দিলে ফলন বৃদ্ধি পায়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বেল গাছে ফুল আসে। এসময়ে সেচ দিলে ফলধারণ বৃদ্ধি পায় এবং গুটি ঝরা হ্রাস পায়। বর্ষাকালে জমিতে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছে সার প্রয়োগ ঃ গাছের যথাযথ বৃদ্ধি ও কাংক্ষিত ফলনের জন্য সার প্রয়োগ করা আবশ্যক। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের পরিমাণও বাড়াতে হবে। বিভিন্ন বয়সের গাছের জন্য প্রয়োজনীয় সারের পরিমাণ নীচের ছকে দেয়া হলঃ সারের নাম গাছের বয়স (বছর) ১-৪ ৫-১০ ১১-১৫ ১৫ এর উর্দ্ধে গোবর (কেজি) ১০-১৫ ১৫-২০ ২০-৩০ ৩০-৪০ ইউরিয়া (গ্রাম) ১৫০-৩০০ ৪৫০-৭৫০ ৭৫০-১০০০ ১০০০-১২০০ টি এস পি (গ্রাম) ১৫০-৩০০ ৩০০-৪৫০ ৬০০-৯০০ ৯০০-১২০০ এমওপি (গ্রাম) ১৫০-৩০০ ৩০০-৪৫০ ৪৫০-৬০০ ৭৫০ জিপসাম (গ্রাম) ১০০ ২০০ ২৫০ ৩০০ উল্লিখিত সার সমান তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার প্রারম্ভে (ফল আহরণের পর), দ্বিতীয় কিস্তি বর্ষার শেষে (আশ্বিন-কার্তিক মাসে) এবং শেষ কিস্তি শীতের শেষে (মাঘ-ফান্ডুন মাসে) প্রয়োগ করতে হবে। সারগুলো একত্রে মিশিয়ে গাছের চারদিকে (গোড়া থেকে ০.৫-১.০ মিটার জায়গা ছেড়ে দিয়ে শাখা-প্রশাখা বিস্তৃত এলাকা পর্যন্ত) ছিটিয়ে দিতে হবে। এরপর সার ছিটানো জায়গার মাটি কুপিয়ে সারগুলো মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। মাটিতে প্রয়োজনীয় পরিমাণ রস না থাকলে সার প্রয়োগের পর অবশ্যই সেচ দিতে হবে। ড. বাবুল চন্দ্র সরকার সিএসও ফল বিভাগ এইচআরসি, বিএআরআই, গাজীপুর। মোবা: ০১৭১৬০০৯৩১৯