Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : হাইড্রোপনিক কৃষি
বিস্তারিত :আমি জামালপুর সদর থেকে বলছি, ১.বাংলাদেশে হাইড্রোপনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বানিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব কিনা? ২.বাংলাদেশে হাইড্রোপনিক কৃষির অগ্ৰগতি কি/ বানিজ্যিক ভাবে কেউ লাভবান হয়েছেন এমন দৃষ্টান্ত আছে? ৩.আমি এই সেক্টরে ইনভেস্টমেন্ট করতে আগ্ৰহী সরকারি ভাবে কারিগরি/ অন্য কোন সহযোগিতা পাবো কি না? কিভাবে পাবো?

উত্তর/মতামত

বাংলাদেশে হাইড্রোপনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বানিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব। বাংলাদেশে হাইড্রোপনিক কৃষির অগ্ৰগতি কি/ বানিজ্যিক ভাবে কেউ লাভবান হয়েছেন এমন দৃষ্টান্ত আছে/ এ ব্যাপারে আপনাকে তথ্য দিতে পারবে -খাইরুল মাজেদ (১৭১২৬৫৭৩৯৩)