Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম
বিস্তারিত :আমের মুকুল আসার কত দিন আগে গাছে স্প্রে করতে হয় এবং কি কীটনাশক দিতে হয়?

উত্তর/মতামত

মুকুল আসার পূর্ববর্তী কার্যক্রম ( জুন-ডিসেম্বর) • প্রতি বছর বর্ষার শেষে এবং ফল সংগ্রহের পর গাছের শুকনো, মরা, রোগাক্রান্ত ও দূর্বল ডালপালা এবং পরগাছা ও পরজীবী উদ্ভিদ কেটে, কাটা স্থানে তুলির মাধ্যমে বোর্দো পেষ্ট ( ১০০ গ্রাম তুঁত, ১০০ গ্রাম চুন ও ১ লি. পানি ) বা কপার জাতীয় ছত্রাকনাশক এর প্রলেপ দিতে হবে। • গাছের বয়স এবং মাটির উর্বরতা অনুযায়ী তিন কিস্তিতে নির্ধারিত মাত্রার সার প্রয়োগ করতে হবে। আম গাছে ১৫-৩০ সেপ্টেম্বর এর মধ্যে বয়স অনুযায়ী নির্ধারিত মাত্রার সার ( জৈব সার, টিএসপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড এর সম্পূর্ণ পরিমাণ এবং অর্ধেক ইউরিয়া ও এমওপি সার ) প্রয়োগ করতে হবে। একটি পূর্ণ বয়স্ক আম গাছে (১১-১৫ বছর ) প্রতি বছর গোবর ৫০ কেজি, ইউরিয়া ১৭৫০ গ্রাম, টিএসপি ৮৭৫ গ্রাম, এমওপি ৭০০গ্রাম, জিপসাম ৬০০ গ্রাম, জিংক সালফেট ২৫ গ্রাম এবং বরিক এসিড ৫০ গ্রাম প্রয়োগ করতে হবে এবং হালকা সেচ দিতে হবে। • গাছের চারিদিকে গোড়া হতে কমপকে্খ ১ থেকে ১.৫ মি. বাদ দিয়ে দুপুর বেলায় যে পর্যন্ত ছায়া পড়ে সে স্থানে সার ছিটিয়ে হালকাভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। • অক্টোবর মাস হতে ফুল আসার পূর্ব পর্যন্ত আম গাছে আর কোন প্রকার সার বা পানি প্রয়োগ করা যাবে না। ভালো ফলন পাওয়ার জন্য গাছে মুকুল বের হওয়ার অন্তত ২-৩ মাস পূর্বে অবশ্যই সেচ দেওয়া বন্ধ করতে হবে। তবে, এ সময়ে গাচের গোড়া আগাছামুক্ত রাখতে হবে। মুকুল আসার আগে কোন স্প্রে না করে উপরোক্ত ব্যবস্থাপনা গ্রহন করতে হবে। মুকুল আসার পর স্প্রে করতে হবে।